অবতক খবর :: বালুরঘাট:: ৩০ এপ্রিল ::    সমগ্র রাজ্যের সাথে সাথে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের ৩৮ দিনের মাথায় ফের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল বিভিন্ন বাম সংগঠন।

রাজ্য সরকার করোনা চিকিৎসা সংক্রান্ত তথ্য লোপাট, রেশনে দুর্নীতি, বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষায় যারা অন্য রাজ্যে পঠন-পাঠন করছে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা, কর্মহীন দিনমজুর, শ্রমিক, রাজমিস্ত্রি, গৃহপরিচারিকা প্রত্যেকের ব্যাংকের একাউন্টে ন্যূনতম ৭৫০০ টাকার দেওয়া প্রভৃতি বিভিন্ন দাবীতে পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালিত হল বামেদের বিভিন্ন সংগঠনের তরফে।

এদিন বালুরঘাটে সাধনা মোড়, বাজারপাড়া নারায়ণপুর মোড়, রঘুনাথপুর সহ বিভিন্ন জায়গায় সিপিআই(এম), আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই সহ বামফ্রন্ট নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীগণ গলায় পোস্টার ঝুলিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক ঘন্টার প্রতিবাদ দিবস পালন করেন।