অবতক খবর,২২ জুলাই,মলয় দে নদীয়া :-নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সমস্ত জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে ১৮ থেকে ২৪ দাবী সপ্তাহ পালনের যে কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আজ কৃষ্ণনগর শহরের বেলডাঙ্গা বাজার ও পাত্র বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নদিয়া জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জি, জয়দীপ চৌধুরী প্রমূখ। অবিলম্বে অত্যাবশ্যকীয় পূণ্য আইন প্রয়োগ করে জিনিসপত্র মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার এবং রাষ্ট্রীয় বাণিজ্য চালু করার দাবি তোলা হয় বিক্ষোভসভা থেকে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নাগরিক কমিটি গঠন করে সর্বস্তরের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানানো হয়।

তারা দাবি তোলেন ইতিমধ্যে নাটকীয়ভাবে কয়েকটি বাজার বি বিডিও এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিদর্শন করা হলেও প্রকৃতপক্ষে কৃষক এবং ক্রেতার মাঝে থাকা মুনাফা লোভী ফোরেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবং বিভিন্ন বাজারে সুফল বাংলার সরকারি স্টলের এর মাধ্যমে ন্যায্য মূল্যে আলু পেঁয়াজ আদা রসুন সহ বিভিন্ন আনাজ রান্নার ব্যবহার্য প্রধান সামগ্রী হিসেবে ভোজ্য তেল এবং অন্যান্য মসলা বিভিন্ন ধরনের দানাশস্য ন্যায্য মূল্যে বিক্রি করার কথা বলা হলেও তা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি।

তাই মানুষকে এ সমস্ত ভাওতাবাজি দিয়ে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশের অভিনয়ের বিরুদ্ধে আগামীতে জোরদার আন্দোলন হবে বলেই জানিয়েছেন তারা।