অবতক খবর,৩ এপ্রিল: কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আট বছর ব্যারাকপুর অঞ্চলে বসবাস করেছিলেন। তার বিশ্ব বিখ্যাত লেখা পথের পাঁচালী। সেই লেখা এবং সিনেমার আগামী 30 শে এপ্রিল পথের পাঁচালীর সিনেমার প্রকাশ এবং শুটিং শেষ করেন সত্যজিৎ রায়।
সে কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পথের পাঁচালীকে স্মরণ করে রাখতে ব্যারাকপুর অঞ্চলে গড়ে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপরের একটি কমিটি। তাদের উদ্যোগে আগামী 2 রা মে সুকান্ত সদন এর আলোচনা সভা এবং পথের পাঁচালী সিনেমাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান। এছাড়াও আগামী সেপ্টেম্বর মাসের সুকান্ত সদন প্রেক্ষাগৃহে নাটক অনুষ্ঠিত হবে। সেই নাটক অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন বড় নাটকের দল এবং রাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠিত নাটকের দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
এছাড়াও সুকান্ত সদন এর পাশে একটি বহুতল আবাসন এবং মার্কেট কমপ্লেক্স পৌরসভার তৈরি করছে সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হবে। রাজ চক্রবর্তী এবং উত্তম দাস বলেন, প্রশাসনিক সব রকমের সাহায্য সহযোগিতা আমরা করবো, ব্যারাকপুর অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা সকলে মিলে এই কাজে অংশগ্রহণ করব।