অবতক খবর,১৩ আগস্ট,মালদা: বিয়ে করতে রাজি না হওয়ায় স্কুল থেকে আসার পথে এক একাদশ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল।
শুক্রবার সকালে ওই ছাত্রীর দেহ ইংরেজবাজার থানার সাঠটারী এলাকায় ভাগীরথী নদী থেকে উদ্ধার করে পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মৃতা ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই যুবককে বিয়ে করতে রাজি না হওয়ায় মঙ্গলবার স্কুল থেকে আসার পথে ওই ছাত্রীকে অপহরণ করে ওই যুবক।
শুক্রবার সকালে ভাগীরথী নদী থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। পরিকল্পিতভাবে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ওই ছাত্রীকে বলে অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সুমিতা মন্ডল বয়স ১৭। আড়াই ডাঙ্গা বাল্য গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। কয়েক মাস ধরেই স্থানীয় এলাকার বাসিন্দা পরিতোষ সরকার নামে এক যুবক তাঁকে উত্যক্ত করত বলে অভিযোগ। অভিযোগ, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি আসার পথে ওই ছাত্রীকে অপহরণ করে ওই যুবক। এরপর এদিন সকালে ভাগীরথী নদী থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।