অবতক খবর,৪ জুলাই: সাতদিন পর শিশুটি মায়ের কোলে ফিরল। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তিতে পরিবার। ছ দিন বারাসতের হোমে ছিল শিশু টি। গুজবের জেরে ছাড়াছাড়ি। বিরাটীতে শিশুচোর সন্দেহে মায়ের থেকে ছিনিয়ে নেওয়া হয় সন্তানকে। সাতদিন পর মায়ের কোলে ফিরল শিশুটি। ২৬ শে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদা বনগাঁ শাখার সকালের চলন্ত দত্তপুকুর লোকাল ট্রেনে বিরাটী স্টেশনে শিশু অপহরণকারী সন্দেহে মানসিক ভারসাম্যহীন মহিলা সহ ৮ মাসের শিশুকে রেল পুলিশের হাতে তুলে দেয় ট্রেনে উপস্থিত কিছু সহযাত্রী।

এই ঘটনার প্রাথমিক তদন্ত করে প্রশাসনের আধিকারিকরা জানতে পারেন শিশুটি ওই মানসিক ভারসাম্যহীন মহিলার । এবং সেদিন রাত্রেই ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিলেও উপযুক্ত প্রমাণ না থাকার কারণে শিশুটিকে তাদের হাতে তুলে দেয়নি।

সাত দিনের মাথায় অবশেষে প্রশাসনের তরফ থেকে শিশুটিকে তুলে দেওয়া হলো তার পরিবারের হাতে।। শিশুকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা পরিবার সহ প্রতিবেশীরা।