অবতক খবর: বিরোধীদের দলের জোট ইন্ডিয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দলের সংসদীয় বৈঠকে বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে মোদির মন্তব্য, “ইন্ডিয়া নাম থাকলেই দেশভক্ত হওয়া যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ছিল ইন্ডিয়া। জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন নামের মধ্যেও রয়েছ ইন্ডিয়া। এদের কাজ সব কাজের বিরোধিতা করা। আমাদের বিরোধীদেরও একই অবস্থা।”
বিরোধীদের জোটের নামকরণ এবং তাদের সরকার বিরোধী আক্রমণকে আমল না দেওয়ার কৌশলে দলের সাংসদদের উদ্দেশে তাঁর পরামর্শ, ”আপানারা বিরোধীদের এসব নাম নিয়ে ভাববেন না। আপনারা মন দিয়ে নিজেদের কাজ করুন।”
সংসদীয় বৈঠক শেষে বেরিয়ে বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদও বিরোধীদের কটাক্ষ করেন, ”২০২৪-এ আবার আমরাই আসব। প্রধানমন্ত্রী আজ বিরোধীদের জোট ইন্ডিয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নামে এক, আর কাজে আরেক – তা বোঝাতে গিয়ে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিনের তুলনা করেছেন। বোঝাতে চেয়েছেন, ইন্ডিয়া নাম দিলেই বড় কোনও কাজ করা যায় না।” একই বক্তব্য কিরেণ রিজিজু, মনোজ তিওয়ারিদেরও।
প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। রাজ্যসভার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ”উনি ইন্ডিয়া জোট নিয়ে যা বলেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, তা শুধু বিরোধী জোটকেই নয়, দেশকে অপমান করার শামিল। দেশের নাম নিয়ে কি কেউ কোনও ভাল কাজ করেনি? তাহলে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা হচ্ছে কেন? আসলে বিরোধীদের এই শক্তি দেখে বিজেপি ভয় পেয়েছে। আতঙ্কে ভুগছে। তাই জঙ্গি আতঙ্কের কথা বলছেন। প্রধানমন্ত্রী আজ যা বললেন, তা অত্যন্ত নিন্দনীয়।”