অবতক খবর,১২ জুলাইঃ ভোট গণনার পরেই রাজ্যের নানা প্রান্ত থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর সামনে আসছে। বিপুল জনসমর্থন নিয়ে গ্রামবাংলা দখল নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে এর উচ্ছ্বাসের মধ্যেই বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর ও অশান্তির খবরের সামনে এসেছে জগদ্দল বিধানসভার বেল্লে শঙ্করপুর অঞ্চল থেকে। জানা গিয়েছে ভোটের ফলাফল বেরোনোর পরেই কে বা কারা গিয়ে বেল্লে শংকরপুর মোড় এলাকার একটি সিপিআইএমের কার্যালয় ভাঙচুর চালায়।

যদিও গোটা পরিস্থিতি সামাল দেয় বাসুদেবপুর থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, প্রতিরোধের আরেক নাম শংকরপুর হয়ে উঠছিল। তাই তৃণমূলের বাহিনী ভোটের দিন ভোট লুট করেছে, গণনার দিন ব্যালট লুট করে জিতেছে। শংকরপুরে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। মানুষ এর জবাব দেবে। পাল্টা ব্লক তৃণমূল যুব সভাপতি বলরাম সাঁতরা বলেন, ওই এলাকার সিপিআইএমের হার্মাদরা আমাদের তৃণমূল কর্মীদের ভয় দেখিয়েছে। মারধর করেছে। আমাদের কিছু কর্মী হয়তো উৎসাহের বসে কিছু ঘটিয়ে থাকতে পারে। আমাদের গোটা এলাকায় শান্তি বজায় থাকুক এটাই আমরা চাই।