অবতক খবর,২৭ মার্চ : আজ সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী তিনি নির্দ্বিধায় স্বীকার করলেন বিরোধী দল হিসাবে একমাত্র বামেদের ক্ষমতা আছে ব্রিগেড ভড়ানোর, তিনি বলেন এ বিষয়ে অস্বীকার করার কিছু নেই। বামেরা একটি রেজিমেন্ট পার্টি তে নিজেদের দলের প্রতি একটা ডেডিকেশন আছে তারা ব্রিগেড ভরাবেই। এই বিগেট ভরানোর একমাত্র ক্ষমতা বিরোধীদের মধ্যে যদি কারো থাকে তার নাম বামপন্থী দল সেটা আমি অস্বীকার করতে পারবো না, তিনি পাশাপাশি বলেন শাসক দল তো পারবেন তাদের তো ভিডিও এসডিও পুলিশ লোক পাঠাবে কোন চিন্তা নাই মাছ-মাংসের অভাব হবেনা পিকনিক হবে।
কিন্তু বামেদের বিগেট ভরানো তাদের সংগঠনিক শক্তি বলে আমি মনে করি বললেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী তিনি আরো বলেন নির্বাচনে জিতার জন্য মোদি এবং দিদি এই বাংলায় ধর্মীয় সমীকরন কে এই বাংলায় মূল জেতার হাতিয়ার করেছেন। এই ধর্মীয় সমীকরণের কারণে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বামেদের মতো ধর্মনিরপেক্ষ শক্তি।
অধীর বলেন, খুব স্বাভাবিক কারণে দুই দল বিজেপি এবং তৃণমূল তারা চায় বাংলায় ধর্মীয় সমীকরণ হোক। এই বাংলায় যদি ধর্মীয় মেরুকরণ হয় তাহলে দুটি দলেরই লাভ হবে। একটা বিজেপি আর একটা টিএমসি।। অধীর রঞ্জন চৌধুরী বলেন আগামী দিনে ভোটের জন্য এই বাংলায় ধর্মীয় রাজনীতি হবে। এবং এই ধর্মীয় রাজনীতিতে বাংলা কি ক্ষতিগ্রস্ত হবে তা ভেবে আমি আশঙ্কিত,আমি আতঙ্কিত বললেন অধীর রঞ্জন চৌধুরী