রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই ৩ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করল দল। এর পাশাপাশি আরও দুজন তৃণমূল কর্মীকে শোকজ করা হয়।

আজ একটি সাংবাদিক সম্মেলনে হাওড়া জেলার তৃণমূল সভাপতি অরূপ রায় জানান, দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সমস্ত নেতাকর্মীদের থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে যে পদে রয়েছেন সেই পথ থেকে তাদের অবিলম্বে পদত্যাগ করার কথা বলা হয়েছে। না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মীরা হলেন , জয়ন্ত ঘোষ (সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য), বেচারাম বোস (পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান), সুমন ঘোষাল (উত্তর ঝাপরদহ পঞ্চায়েত প্রধানের স্বামী)। এছাড়াও আরও যাদের শোকজ করা হয়েছে তারা হলেন, শবনম সুলতানা যিনি বর্তমানে বড়গাছিয়া দু’নম্বর পঞ্চায়েতের প্রধান। এছাড়া আরও একজন হলেন, শেখ নুর হোসেন জগৎবল্লভপুর একনম্বর পঞ্চায়েতের উপপ্রধান।