রাজনৈতিক চেতনায় ঋদ্ধ জীবনের কথাকার
সতীনাথ ভাদুড়ীকে সামনে রেখে
বিলু ও ঢোঁড়াইয়ের প্রতি
তমাল সাহা
সে তোমার নাম যতই হোক বিশাল
সতীনাথ ভাদুড়ী
তোমাকে চিনে আমার কি লাভ
যদি না পড়ি
ঢোঁড়াই চরিত মানস এবং জাগরী?
কে জাগায়, সে তো বিলু!
কে জাগায়, সে তো ঢোঁড়াই!
নিজেকে কখনো বিলু সাজাও
কখনো বা ঢোঁড়াই
তোমার অনুপম গদ্যে টান টান
তোমার নিজের চরিত্র আমরা জেনে যাই।
এমন ক’রে লেখো কেন
সমাজ সংস্কৃতি শ্রেণি ও অধিকারের কথা
আমরা কত সহজে বুঝে যাই
এই দেশে এই ব্যবস্থায় কোথায় কোথায়
লুকিয়ে আছে মানুষের জীবন ব্যথা।
তোমাকে পাঠের পর
জীবন সংগ্রাম ও আত্মত্যাগ ছেড়ে
কি করে পালাই?
প্রণাম জানাই তোমায়
কমরেড বিলু
আমার নেতা মহান ঢোঁড়াই।