অবতক খবর,২২ ফেব্রুয়ারী : বিশরপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সেলফ হেল্প অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার নবজীবন ৬নং রেলগেট সংলগ্ন কল্যাণ ভবনে অনুষ্ঠিত হল অভিজ্ঞ ও লব্ধপ্রতিষ্ঠিত একাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক দের সহায়তায় এক বিরাট হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির।
প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন হোমিও চিকিৎসক ডাঃ মিলন কান্তি পাল। উপস্থিত ছিলেন খ্যাতনামা হোমিও চিকিৎসক ডাঃ শ্রীদীপ রায়, ডাঃ সুষ্মিতা গাঙ্গুলী সরকার, ডাঃ মানস কুমার রায়, ডাঃ কে কে ব্যানার্জি, নবজীবন কলোনী নবজীবন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক অভিজিৎ মুখোপাধ্যায়, সংস্থার সভাপতি নির্মল সরকার, অন্যতম পৃষ্ঠপোষক মাধস চন্দ সহ স্বাস্থ্য উপসমিতির কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংঘ সম্পাদক অনুতোষ সেনগুপ্ত । সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পঞ্চাশ জন আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ স্বাস্থ্য শিবিরে পরিষেবা ও পরামর্শ নেন।