অবতক খবর, মালদা, ২৮ অক্টোবর :: প্রবীণ সাংবাদিক এবং বিশিষ্ট সাহিত্যিক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮৩ তম জন্মদিবস পালন করলো মালদার জীবনবাদী ফাউন্ডেশনের কর্তারা। বুধবার কালিয়াচক ১ ব্লকের কালিকাপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন জীবনবাদী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা রেজাউল করিম। পেশায় শিক্ষক রেজাউলবাবু ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল , কালিয়াচক ১ ব্লকের বিডিও সন্দীপ ঘোষ, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান সহ বিশিষ্ট শিক্ষক সাংবাদিক ও অন্যান্যরা।
এদিন বিশিষ্ট সাহিত্যিক তথা প্রবীণ সাংবাদিক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮৩ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুরু করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিশিষ্ট লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ওপর একটি জীবনবাদী বইয়ের উদ্বোধন করা হয়।
জীবনবাদী ফাউন্ডেশনের কর্মকর্তা রেজাউল করিম বলেন, লেখক পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ে বহু মানুষ অনুপ্রাণিত হয়েছেন। তাঁর লেখা পড়ে বহু মানুষের জীবন বদলে গিয়েছে। তাঁর লেখার প্রতি সম্মান জানিয়ে এদিন এই জন্মদিন পালন করা হয়েছে । পাশাপাশি লেখকঃ ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ওপর জীবনবাদী একটি বইয়ের উদঘাটন করা হয়েছে। এদিন সাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হয়।