অবতক খবর,১৮ সেপ্টেম্বরঃ বিশ্বকর্মা পুজোর দিনেও অন্ধকার বারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটি গৌরীপুর জুট মিল চত্বর। কারণ ১৯৯৭ সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই জুট মিল তৎসহ পাসে থাকা সিসি কোম্পানিও । বাংলার বুকে যখন ভোট আসে তখন বহু রাজনৈতিক প্রতিশ্রুতি এলেও আজ পর্যন্ত এই মিল খোলেনি। তার ফলে কর্মচ্যুতো শ্রমিকরা দিন কাটাচ্ছেন বুকে জ্বালা নিয়ে ,কেউ বা অনাহারে মারাও গেছেন। একদিকে যেমন বিশ্বকর্মা পূজোয় চারিদিকে ঝলমল করছে অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন নৈহাটি গৌরীপুর এলাকা। অন্যদিকে রাজ্যে নতুন শিল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে তাহলে এই সমস্ত বন্ধ কলকারখানা ভবিষ্যৎ কি হবে সেটাই এখন সাধারণ মানুষের মুখে প্রশ্নের মুখে।