অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রে ragging এর জেরে মৃত্যুর পর আজ আবারও বিশ্ববিদ্যালয় এর অরবিন্দ ভবনে রয়েছে জোড়া বৈঠক রয়েছে।

একটি All stakeholders meeting, যা আজ সকাল ১০:৪৫ এ শুরু হয়েছে।

অপরটি, ইসি মিটিং যা শুরু হবে দুপুর ২ টোয়।

প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল স্থানান্তর প্রক্রিয়া দ্রুত চালুর দাবিতে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিতে, নিরাপত্তায় প্রাক্তন সেনা কর্মী নিয়োগেও আপত্তি পড়ুয়াদের একাংশের এই দাবিগুলিকে নিয়ে আজ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের শুরু হল সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটে All stakeholders meeting। এই মিটিংয়ে থাকছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। এর কারণ – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি এই মিটিং এর আগে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন সেই কমিটির প্রত্যেকটি সদস্যই এসেছেন মিটিং শুরু হওয়ার আগে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে।

এবং এই কমিটির মাথা হচ্ছেন Pro Vc Amitava Datta। তিনি এসেছেন মিটিং শুরু হওয়ার আগে সকাল দশটার সময়।