অবতক খবর,১১ জানুয়ারিঃ বিশ্বমঞ্চ থেকে স্বীকৃতি পেলো জগদ্দলের বছর ২২শের যুবক। ৮৫টি এক টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুললেন জগদ্দল কিউটিয়ার ব্রতজিত সরকার। দীর্ঘ ১০ মাস পরিশ্রম করে তার এই সাফল্য বলেই জানিয়েছে ব্রতজিত। বিশ্ব মঞ্চের একাধিক গাইড লাইন মেনেই এক টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছে সে। যার দরুন গোটা পৃথিবীর একাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে নতুন রেকর্ড তৈরি করেছে ব্রতজিৎ।
ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করা হয়েছে। ব্রতজিতের এই সাফল্যে খুশি সরকার দম্পতি। শুধু তাই নয় ব্রতজিতের এই সাফল্যে খুশি জগদ্দলের কেউটিয়ার বাসিন্দারাও। আগামী দিনে ছেলের কাজ থেকে আরো নতুন কিছু সৃষ্টির দিকেই তাকিয়ে রয়েছেন সরকার দম্পতি। ব্রতজিতও চায় আগামী দিনে আরো নতুন কিছু আবিষ্কার করে দেশবাসীর কাছে নিজেকে প্রতিষ্ঠা করার।