অবতক খবর,৩০ আগস্ট: এবছর 1 লা সেপ্টেম্বর বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদ এর বহরমপুরের সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সংবাদিক বৈঠক করা হলো।
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি দেবেন্দ্রনাথ দাস চিপ এডভাইজার অশোক দাস ও এক্সিকিউটিভ মেম্বার জগন্ময় সাহা সহ বিভিন্ন আধিকারিকেরা। এই বছর 78 তম বর্ষে পদার্পণ করলো। সমস্ত প্রতিযোগীর সমস্ত রকম জীবন সুরক্ষার ও বিমার বেবস্থা থাকছে। পুরস্কার হিসেবে ঐতিহ্য ধারাবাহিক বাহিক ভাবে সিল ছাড়াও পদক ও নগদ উপহার রাখা হয়।
এই প্রতিযোগিতায় ৮১ কিলোমিটার মোট 10 জন অংশগ্রহণ করবেন ও উনিশ কিলোমিটারে ১৯ কিলোমিটার 38 জন অংশগ্রহণ করতে চলেছেন। বিদেশি সাঁতারু বাংলাদেশ,স্পেন, মালয়শিয়া, থাইল্যান্ড, এছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মহারাষ্ট্র , বিহার, ত্রিপুরা , দিল্লি গুজরাট, কর্ণাটক, থেকে নামি সাঁতারু রা এই প্রতি যোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। আগামীকাল তার আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে।