অবতক খবর , সংবাদদাতা , হুগলি :- বিশ্ব খাদ্য দিবসে শেওড়াফুলি যৌনপল্লীতে আবাসিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল জেলা লোক আদালতের পক্ষ থেকে।লোক আদালতের বিচারক অনির্বান রায়, শ্রীরামপুর মহকুমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বৈদ্যবাটি পুর প্রশাসক যৌন কর্মিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।করোনা পরিস্থিতি যৌন কর্মিদের পেশায় থাবা বসিয়েছে।
গত আট মাস ধরে খুব খারাপ অবস্থার মধ্যে দিন কাটছে শেওড়াফুলি গড়বাগানের যৌন কর্মিদের।প্রশাসনিক ভাবে তাদের খাদ্য সামগ্রীর ব্যবস্থা হয়েছে।বিচারক রায় বলেন,ইউনাইটেড নেশন ১৯৭৫ সালে এটি শুরু করে।মূলত দারিদ্র ও অপুষ্টির দূরিকরনের লক্ষে।ভারতবর্ষ সহ মোট ১৫০টি দেশে পালিত হয় খাদ্য দিবস।
সুপ্রিমকোর্ট ২০১১ সালে একটি মামলার রায় দিতে গিয়ে বলে,যৌন কর্মিদেরও মানুষের মত বাঁচার অধিকার আছে।শরৎচন্দ্রের চন্দ্রমুখি ও রাজলক্ষ্মীর উল্লেখ করে ওই রায়ে বলা হয় তারা যৌনকর্মী হলেও তাদের মূল্যবোধ ছিলো। যৌনকর্মীরা পেটের দায়ে এই পেশায় আসে।তাদের ভোকেশনাল ট্রেনিং বা অন্যভাবে সাহায্য করলে হয়ত ওদের পথটাও সুগম হবে।মানুষের মত বাঁচতে পারবে।