অবতক খবর,১২ ফেব্রুয়ারী : বিশ্ব মহাবীর চিলা রায়ের ৫১৫ তম জন্মজয়ন্তী পালিত হল তুফানগঞ্জে। এদিন তুফানগঞ্জ ১নং ব্লকের অন্দরান ফুলবাড়ী চিলারায় গড়ে বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। জন্মজয়ন্তী পালন করে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা। জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে চিলারায় সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরা হয়।
এ বিষয়ে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের পশ্চিমবঙ্গ সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক দেবব্রত বর্মা বলেন আজকের দিনেই পৃথিবীর মহান যোদ্ধা বিশ্ববীর চিলারায় এই কামতাপুরে জন্মগ্রহণ করেন। চিলারায় ছিলেন কোচ রাজবংশের সাহসী ও পারদর্শি সেনাপতি। চিলারায়ের পিতা কামতা রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ এবং মাতা গৌড়ের রাজকন্যা পদ্মাবতী দেবীর তৃতীয় পুত্র ছিলেন চিলারায়। কোচ রাজবংশের রাজা নরনারায়নের ভাই।
তিনি নরনারায়ণের সুদক্ষ সেনাপতি ছিলেন। তিনি চিলপাখির বেগে যুদ্ধ করতেন বলে তাকে চিলারায় বলা হত। আজ বিশ্বজুড়ে চিলারায়ের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। কিন্তু দুঃখের সহিত জানাতে হচ্ছে যেখান থেকে চীনা রায় যেখান থেকে যুদ্ধের পরিকল্পনা করতেন এবং যেখানে তার ঘর ছিল সেই জায়গা আজ অবহেলিত হয়ে পড়ে রয়েছে। হেলদোল নেই রাজ্য ও কেন্দ্র সরকারের। দ্রুত যাতে এই এলাকা রক্ষণাবেক্ষণ করা হয় সেই দাবি তুলছেন দেবব্রত বর্মা।