১১ অক্টোবর ছিল বিশ্ব শিশুকন্যা দিবস। বিশ্ব ও বিশেষকরে ভারতবর্ষে শিশুকন্যারা কেমন আছে?

বিশ্ব শিশুকন্যা দিবস
তমাল সাহা

বিশ্ব নারীজীবনে নেমেছে ধ্বস।
রাষ্ট্র সংঘ হেঁকে যায়
আজ বিশ্ব শিশু কন্যা দিবস।

কন্যারা কেমন আছে, কী খায়
পাচার হয়ে যাচ্ছে কোথায়–রাষ্ট্র সংঘ কী সেসব জানে?
একটা অমুক দিবস একটা তমুক দিবস ঘোষণা করা চাই তার মানে মানে।

কন্যা ভ্রূণ হত্যা
কোথায় নিরাপত্তা!
শিশুকন্যা ধর্ষণ
যেন ঋতুপর্যায়িক জমি কর্ষণ!

শিশুকন্যা শ্রম বেচে খায়
স্কুলে যাবার বেলা অস্ত গড়ায়।
এসবের নেই কোনো ভাবনা–
কবে এই দিবস আসবে
শুধু চলে তার দিন গোনা।

বিশ্বজুড়ে শিশুকন্যার অপমান
‘আজকের শিশু কালকের বিশ্ব নাগরিক’
কী সাবাস এই স্লোগান।
রাষ্ট্র সংঘের খেয়েদেয়ে কাজ নেই
ভাঙা রেকর্ডে বাজাও দিবসের গান।