এবার বিশ লক্ষ কোটির প্যাকেজ। প্যাকেজে পরিযায়ী শ্রমিক,দিন আনি দিন খাই মজুর, সাধারণ মানুষ হাওয়া! নতুন স্লোগান তৈরি হচ্ছে কি বাতাসে— সবকা নিকাশ, সবকা লাথ?

বিশ লক্ষ কোটির কহানি
তমাল সাহা

উনি দেশের বড় কাকা
ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন
যেন কত লক্ষ টাকা!

উনি কথায় কথায় কোটি
চাটি তো আমাদের ঘটিবাটি।

উনি এবার প্যাকেজ বিশ লক্ষ কোটি
আমাদের দিকে ঠনঠন, বুড়ো আঙুল উঠি।

ওনার মিঁতরো! মন কি বাত
এবার কি সবকা নিকাশ,সবকা লাথ?

উনি দেখান আকাশ, ছোড়ো মিট্টি
উড়ান হাওয়াই,আভি উড়েঙ্গে যো পিনতে হাওয়াই চট্টি।

এহি হামারা দেশ,ভারত কিতনে মহান!
হাম হ্যায় বাহান্ন ইঞ্চ ছাতি,দশ লাখি স্যুট, দেশকে দারোয়ান।