অবতক খবর,২৯ জুলাইঃ বৃহস্পতিবার রাতে দুটোর সময় বাড়ির একজন সদস্য বাহিরে বের হওয়ার পর লক্ষ্য করেন বাড়ির সামনের থাকা চৌবাচ্চায় একটি সাপকে। কাছে গিয়ে দেখে একটি বিষধর সাপটি চৌবাচ্চায় ডিম দিচ্ছে। এই দেখে ওই ব্যক্তি কার্যত ভয় পেয়ে যান। ডাকে বাড়ির অন্যান্য সদস্যদের। বাড়ির সদস্যরা চৌবাচ্চাটিকে মাছ ধরার জাল দিয়ে ঘিরে ফেলে।
তারপর প্রত্যক্ষ করে দুটি বিষধর সাপ লম্বায় প্রায় ছয় থেকে সাত ফুট। এই দুই সাপকে ডিম দিচ্ছে। অনেকেই তা দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। এই খবর প্রকাশ পেতেই রাত বাড়ার সাথে সাথে নামে মানুষের ঢল। খবর দেওয়া হয় বনদপ্তরকে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির কুলাইপাদা গ্রামে। শুক্রবার সকালে বনদপ্তরের কর্মীরা ঘটনার ফলে এসে উদ্ধার করে এই দুই বিষধর সাপ সহ ১৮ টি সাপের ডিম। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, এই দুই সাপ সুস্থ করে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।