অবতক খবর,১২ আগস্ট,বাঁকুড়া:- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোন কে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য। সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল।
রবীন্দ্রনাথের সেই ধারাকে আজও আমরা বহন করে নিয়ে চলে সেই একই ভাবে শুক্রবার বিকেলে বিষ্ণুপুর মল্লভূম যোগ সেন্টারে কচিকাচাদের নিয়ে এবং জোক সেন্টারের যে সমস্ত সদস্যরা রয়েছে সকলকে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কচিকাঁচাদের হাতে তুলে দিলেন চকলেট ।