অবতক খবর,৫ সেপ্টেম্বর,বাঁকুড়া:- বিষ্ণুপুরে ‘দুয়ারে বিধায়ক’! এটিকে ‘ভাঁওতাবাজি’ বলে কটাক্ষ বিজেপির! কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসেও। কংগ্রেসের দাবি,দুয়ারে বিধায়ক নয় দুয়ারে বিশ্বাসঘাতক।
তৃণমূলে এসেই কিস্তিমাত। দল বদলে এবার ঘরের দুয়ারে দুয়ারে বিষ্ণুপুরের বিধায়ক।মানুষের পাশে দাঁড়ানোটাই লক্ষ্য, দল পরিবর্তনের পর এমনটাই মন্তব্য বিধায়কের। ফের পদত্যাগ নিয়ে সরব বিজেপি। উল্লেখ্য, চলতি সপ্তাহেই বিজেপি ছেড়ে তৃণমূলের ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আর তৃণমূলে এসেই তিনি পৌঁছে গেলেন এলাকার মানুষের ফোর্যায় দরজায়। রবিবার বিকেলে তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাধবগঞ্জ, মুচিপাড়া বাউরী পাড়া, গোশপাড়া সহ একাধিক এলাকায় পৌঁছে গেলেন মানুষের দরজায় দরজায়। এদিকে বিধায়ককে দুয়ারে পেয়ে বিষ্ণুপুরবাসীর মধ্যে ব্যাপক উছ্বাস চোখে পড়ে। যদিও এলাকার কিছু কিছু মানুষের বিপন্নতা এখনো চোখে পড়ছে, তাদেরকেও তিনি আশ্বাস দেন এই সমস্যা থেকে মুক্তির।
বিষ্ণুপুরের বিধায়ক এ প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর এই যাত্রাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। তিনি স্বীকার করে নেন এলাকায় কিছু ছোটখাটো সমস্যা এখনো রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন ।
যদিও বিধায়কত অন্ময় ঘোষের এই কর্মসূচিকে ‘ভাওতাবাজি’ বলে কটাক্ষ করে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর নগর মন্ডল সভাপতি উত্তম সরকার বলেন, বিধায়কের ক্ষমতা থাকলে বিজেপির দেওয়া এমএলএ পদ থেকে পদত্যাগ করে ফের নির্বাচনে জিতে এসব করুক।
তন্ময় ঘোষের এই কর্মসূচিকে ‘দুয়ারে বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেছে কংগ্রেস। এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জী বলেন, তন্ময় ঘোষ বিষ্ণুপুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।