অবতক খবর,২৩ সেপ্টেম্বর,বাঁকুড়া: টেন্ডার দুর্নীতি কাণ্ডে ধৃত বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পোষ্ট অফিস ও এল.আই.সি’তে জমা থাকা চার কোটি টাকা উদ্ধার করেছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত চলছে। আর ঠিক সেই কারণেই বিষ্ণুপুর মহকুমা আদালতে আবেদন জানালেও জামিন পেলেন না মূল অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখার্জী সহ তিন অভিযুক্তকে। ফলে আদালতের নির্দেশে আগামী আরো ১৪ দিন জেল হেফাজতেই কাটাতে হবে তাঁদের। পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।
প্রসঙ্গত, টেন্ডার দুর্নীতি কান্ডে গত ২২ আগষ্ট গ্রেফতার হন শ্যামাপ্রসাদ মুখার্জী। দু’দফা পুলিশী হেফাজত শেষে গত ২৯ আগষ্ট তাঁকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিষ্ণুপুর মহকুমা আদালত। এর মধ্যেই গত ২৫ আগষ্ট ঐ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন ওভারসিয়র দিলীপ গরাই ও শ্যাম ঘনিষ্ট রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে ২৮ আগষ্ট পুলিশ গ্রেফতার করেন। আদালতের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এদিন মূল অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখার্জী সহ অন্য দুই সহযোগী দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে ফের পুলিশ আদালতে তোলে।
সরকারী আইনজীবি ইন্দ্রনারায়ণ বিশ্বাস এদিন এই খবর জানিয়ে বলেন, শ্যাম মুখার্জী সহ তিন অভিযুক্তের জামিন না মঞ্জুর করেছে আদালত। আগামী ৭ অক্টোবর তাঁদের ফের আদালতে তোলা হবে। পোষ্ট অফিসের এন.এস.সি প্রায় দেড় কোটি ও এল.আই.সি থেকে প্রায় আড়াই কোটি টাকা পাওয়া গেছে। ঐ টাকা শ্যাম মুখার্জীর নিজের নামে ও আত্মীয়দের নামে রয়েছে। এখনো তদন্ত চলছে। ফলে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার জন্য বিচারক জামিন না মঞ্জুর করেছেন বলে তিনি জানান।