অবতক খবর,১৬ নভেম্বর,বাঁকুড়াঃ- বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলে ছাত্রীদের বরণ এবং মিষ্টিমুখ করিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করালে বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত ।

করোনা আবহে প্রায় কুড়ি মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে খুলেছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি । প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের এক্ষুনি স্কুলে প্রবেশাধিকারের সুযোগ না মিললেও এদিন থেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সেই সুযোগ পাচ্ছেন । সরকারী নির্দেশিকা মেনে বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলের স্যানিটাইজ এবং থার্মাল গান দিয়ে টেম্পারেচার মেপে ছাত্রীদের স্কুলে প্রবেশ করানো হলো স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকটি ছাত্রীকে বরণ করে মিষ্টিমুখ করিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করার শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলে এই ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত । তবে শ্রেণীকক্ষে বেঞ্চে বসার সময়তেও মানতে হবে সরকারী নিয়ম। তবে ক্লাশ শুরু হওয়ার পূর্বেই প্রত্যেকটা শ্রেণিকক্ষেই গাওয়া হল জাতীয় সংগীত ।

দীর্ঘ প্রায় কুড়ি মাস বাদে স্কুল খোলার এই সিদ্ধান্তে খুশি ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক থেকে শুরু করে সকল স্তরের মানুষে । তবে আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়েনি কারণ এখনো দেশ থেকে করোনা নামক যে মহামারী সেই মহামারী এখনো দেশ থেকে বিতাড়িত হয়নি যার ফলে এই খুশির মাঝে কোথাও যেন একটা চিন্তার ভাঁজ থেকেই যায় মনের কোনে । প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সুস্থ রেখে স্কুল কর্তৃপক্ষ রা স্কুল চালিয়ে যেতে পারবে তো এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ।