অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ বিহারে মদ নিষিদ্ধ,পুজোর আগে সেই বিহারে মদ নিয়ে যাওয়ার চেষ্টা,শ্রীরামপুর স্টেশন থেকে ব্যাগ ভর্তি মদ সহ গ্রেফতার যুবক।

বৃহস্পতিবার রাতে শেওরাফুলি জি আর পি থানার পুলিশ শ্রীরামপুর স্টেশনে এক সন্দেহভাজনকে আটক করে।তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৫ বোতল বিদেশী মদ আটক করে।যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।আটক যুবক ওই মদের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে বোআইনি মদ পাচারের অভিযোগে গ্রেফতার করে।ধৃতের নাম সিভাম ভূঁইয়া(৩৫) বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরী এলাকায়।ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে।

শেওড়াফুলী জি আর পি ওসি প্রদ্যুৎ ঘোষ জানান গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে শ্রীরামপুর স্টেশন থেকে বিহারের ওই বাসিন্দাকে পঁচিশ বোতল বিদেশি মদ সমেত গ্রেফতার করা হয়।