অবতক খবর,৩ আগস্ট: ভোট পর্ব মিটে ফলাফল ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের। পরবর্তীতে শুরু হয়েছে পর্যালোচনা। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পর্যালোচনা শুরু করেছেন। ঠিক সেইরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একান্তভাবে পর্যালোচনা করেছিলেন,তা তিনি ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন,অনেক নেতাদের উপর কোপ পড়বে। যারা যেখানে জেতাতে পারেনি সেখানে পরিবর্তন হবে। দল নতুনভাবে চিন্তা ভাবনা করছে। আর আজ ৩রা আগস্ট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক বীজপুরের দুটি পৌরসভায় বৈঠক করলেন।
বীজপুরের কোন্ কোন্ ওয়ার্ডে কেন খারাপ ফলাফল হয়েছে সে নিয়ে মিটিং করলেন। কাউন্সিলরদের সক্রিয় ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। মানুষের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনায় বসেন। প্রথমে তিনি হালিশহর পৌরসভায় সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। পরবর্তীতে তিনি কাঁচরাপাড়া পৌরসভায় বৈঠক করেন। এই দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। সূত্রের খবর, সাংসদ পার্থ ভৌমিক তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে, সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে খারাপ ফলাফলের কারণ জানতে হবে।
তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানান,এই বৈঠক সম্পর্কে বাইরে কিছু বলা যাবে না।
অন্যদিকে বীজপুরের রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন যে, এই বৈঠক করে পার্থ ভৌমিক খুবই ভালো করেছেন। তবে হয়তো বৈঠক হয়েছে ঠিকই, কিন্তু শেষমেশ কিছুই হবে না। কারণ সামনে ২৬ এর লড়াই। বড়জোর টাউন সভাপতি পাল্টাবে,তার চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই মুহূর্তে যদি রদবদল করা হয় তবে হয়তো একটা বড় অংশ বিরোধীদের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই এই মুহূর্তে বড়সড় রদবদলের কোন সম্ভাবনা নেই।
তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যখন সাংসদ পার্থ ভৌমিক জিজ্ঞাসা করেন তখন কাউন্সিলররা বলেন যে ভোটের আগে কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়েছে সেই কারণে কয়েকটা ওয়ার্ড পিছিয়ে পড়েছে ।
অন্যদিকে বিরোধীরা জানান, তৃণমূল কিভাবে ভোট করিয়েছে তা সকলেই জানে। কোথায় কারচুপি হয়েছে, কোথায় ভোট লুট হয়েছে তা সকলেরই জানা। এই বৈঠক আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। কারণ পার্থ ভৌমিক ভোটের আগে বলেছিলেন,যে কাউন্সিলর লিড দেবে না সে টিকিট পাবে না। কিন্তু আদেও কি সেটা হবে?