অবতক খবর,৮ মে: বাগমোড় অঞ্চলে অক্টেভ নামাঙ্কিত একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। বীজপুর অঞ্চলে এই চিকিৎসা কেন্দ্রটি বিশেষভাবে পরিচিত। অনেকেই জানেন,এক তৃণমূল নেতা বর্তমানে বিজেপিতে,এই অক্টেভ চিকিৎসা কেন্দ্রটির সঙ্গে জড়িত।
এবছর বীজপুর বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভ্রাংশু রায়। তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর কাছে পরাজিত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ভোটে। শুভ্রাংশু রায় বীজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দুবার বিধায়ক ছিলেন। তিনি নিজেকে মমতা ব্যানার্জীর অনুগত সৈনিক বলে তো ঘোষণা করেছিলেনই এবং দিদি,পিসি বা মাতৃসুলভ হিসেবে তিনি তাঁর পায়ে হাত দিয়ে বার দুয়েক প্রণাম করেছেন এমন ছবিও বেরিয়েছে। তিনি পরাজিত হয়েছেন।
কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যেমন মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানাচ্ছেন সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়কে স্বাগত জানিয়ে অক্টেভ চিকিৎসা কেন্দ্র একটি বিশাল ফ্লেক্স দিয়েছে তার চিকিৎসা কেন্দ্রের সামনে।
এই নিয়ে কাঁচরাপাড়াবাসীর মনে সন্দেহ দেখা দিয়েছে যে, তিনি আবার দলবদলু নেতায় পরিণত হচ্ছেন কিনা। কারণ তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে এসেছেন। আবার তিনি তৃণমূলে যাবেন কিনা, তারই এটি প্রাক-প্রস্তুতি কিনা বলে জনমনে একটি রহস্য দেখা দিয়েছে এবং রাজনৈতিক মহলও মনে করছেন যে,পুনর্মুষিক ভবঃ। এইরকমই ইচ্ছা প্রকাশ পাচ্ছে এই ফ্লেক্স মারফত প্রচারের মাধ্যমে।