অবতক খবর,২১ ফেব্রুয়ারি: ২১ ফেব্রুয়ারি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হল বীজপুর জুড়ে। এদিন ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সালাম বরকত রফিকদের স্মরণ করে এই দিনটি বিশ্বব্যাপী মাতৃভাষার প্রতি অনন্য শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে।‌

এদিন কাঁচরাপাড়া হাই স্কুলের মাঠে বিজ্ঞান দরবার ও সৃষ্টি প্রকাশনার আয়োজনে বইমেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়। কবিদের কবিতা পাঠ তো ছিলই, সঙ্গে আলোচনা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, ছিল নাটক পরিবেশন। বিভিন্ন প্রকাশকেরা তাদের বইয়ের স্টল সাজিয়েছিলেন।

অন্যদিকে হালিশহর সাংস্কৃতিক সংস্থা অত্যন্ত শ্রদ্ধায় শহীদদের স্মরণ করে। এই দিনটিকে সামনে রেখেই তারা ভারতবর্ষের সংগঠিত যে সংগ্রামগুলি চলছে, যে আন্দোলন গুলি চলছে তাদের প্রতি তাদের সংহতি ও আনুগত্য প্রকাশ করে। অন্যদিকে কবিতা পাঠ, আলোচনা গানের মধ্য দিয়ে এই দিনটি সুন্দরভাবে উদযাপিত হয়।

হালিশহরে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের অনুকরণে যে শহীদ বেদী নির্মাণ করা হয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সাংস্কৃতিক কর্মীরা এই দিনটিকে সাংস্কৃতিক দিবস হিসেবে পালন করে।

কল্যাণীতেও ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশিত হয়।