অবতক খবর,৪ এপ্রিল: করোনা আতঙ্কের জেরে কার্যত স্তব্ধ গোটা বিশ্ব। ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। আর তাতেই বিপত্তি। বিশ্বব্যাপী রক্তসংকট চরমে। বাদ পড়েনি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গও। রক্তের অভাবে ধুঁকছে হাসপাতালগুলি। রক্তের অভাবে প্রাণ হারাতে বসেছেন মুমুর্ষ রোগীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদান করার আবেদন করেছেন সাধারণ মানুষকে।সেই সঙ্গে তিনি পুলিশ কর্মীদেরও রক্তদান করতে বলেছেন। আর সেই নির্দেশ মতো গত ৩রা এপ্রিল বীজপুর থানায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের। আর এই কাজের জন্য শিরোনামে উঠে এসেছে বীজপুর থানার নাম। বিশেষত বীজপুর থানার পুলিশ অফিসার অতীন মজুমদার নিজেই এগিয়ে এসেছেন এই কার্যে। অর্থাৎ এই রক্ত সংকটের দিনে অতীনবাবু নিজে সেখানে রক্তদান করেছেন। তিনি বলেন,’আমার দেওয়া রক্তে যদি একজনের প্রাণ বাঁচানো যায় তবে আমি বারবার রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে রাজি।’ এর পাশাপাশি তিনি এও জানান, যদি কারো রক্তের প্রয়োজন হয় তবে যেন তাঁর সাথে যোগাযোগ করা হয়।