অবতক খবর,১৬ সেপ্টেম্বর: এবার বীজপুর থানার বড় সাফল্য। হারিয়ে যাওয়া ১৩টি মোবাইল উদ্ধার করে ফোনের মালিকদের ফিরিয়ে দিলেন বীজপুর থানার পুলিশ প্রশাসন। আজ বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি সঞ্জয় বিশ্বাস, সাব ইন্সপেক্টর ভিম চরণ পাত্র, সাব-ইন্সপেক্টর কল্যাণ খামারু, পিএসআই সুমন নন্দীর উপস্থিতিতে হারিয়ে যাওয়া মোবাইলগুলো তাদের হাতে তুলে দেওয়া হল।
প্রত্যেকটি মোবাইল কাঁকিনাড়া, ভুবনেশ্বর থেকে শুরু করে রাজ্যসহ রাজ্যের বাইরে থেকেও বীজপুর থানার তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয়।
পাশাপাশি বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাস জানান, মানুষের পাশে ২৪ ঘন্টা থাকা পুলিশের কর্তব্য,সে রাত হোক বা দিন। আজ প্রত্যেকটি মানুষ তাদের মোবাইল ফিরে পেয়েছেন,এটা সাফল্য বটে। কিন্তু আগামী দিনেও আমরা আরো মোবাইল যাদের হারিয়ে গেছে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।