সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে বিজপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্র। এই বিধানসভায় এবার হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বনাম বিজেপি র। বীজপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুবোধ অধিকারী দাপুটে তৃণমূল নেতা যিনি 2019 এ নির্বাচনের পর বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে রয়েছেন বিজেপির প্রার্থী শুভ্রাংশু রায়। শুভ্রাংশু রায় বীজপুরে দুবাতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হন। তবে এবার তিনি বিজেপির প্রার্থী। 2019 এর লোকসভা নির্বাচনের পর বাবার মুকুল রায়ের নির্দেশে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক লম্বা লম্বা লাইন দেখা গেছে। হাজিনগর 76 নম্বর বুথে ইভিএম খারাপ থাকার জন্য ভোট দানে অসুবিধা সৃষ্টি হয়েছে।

সকল সকল ভোট দান করতে নিজের বাড়ি আমার বুথে হাজির হন বঙ্গ রাজনীতির চাডক্য মুকুল রায়। তিনি ভোটদান করে জানান আবার তার নির্বাচনী কেন্দ্রে রওনা দেবেন।

অন্যদিকে কাঁচরাপাড়ার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের নেতা উৎপল দাস গুপ্ত কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে।কোদালের ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় এলাকার যুবক বলে অভিযোগ উৎপল দাস গুপ্তকে চিকিৎসার জন্য কাঁচরাপাড়া রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উৎপল বাবু বিজেপি হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বীজপুর থানায়।

কাঁচরাপাড়া 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল দাস তার বাড়িতে বোমাবাজি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমনই অভিযোগ এই তৃণমূল কর্মীর। খবর দেওয়া হয় বীজপুর থানায়, ভোটের দিন বোমাবাজিতে উত্তপ্ত এলাকা, নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মানুষ অভিযোগ ।

update লাগাতার পেতে চোখ রাখুন এই পাতায় :-