অবতক খবর,৩০ আগস্ট: গত ২৬শে আগস্ট শ্যামনগর আতপুরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমের ৮৯ লক্ষ টাকা লুট করে পালায় খোদ গাড়ির চালক। অভিযোগ আসতেই ঘটনার তদন্ত শুরু করে জগদ্দল থানার পুলিশ। তদন্তের শুরুতেই ৪ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। কিন্তু আজ বীজপুর পুলিশের তৎপরতায় এই এক মহিলাকে গ্রেপ্তার করা হয়।
ওই মহিলার কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এরপরই খবর দেওয়া হয় জগদ্দল থানায় এবং ওই মহিলাকে তুলে দেওয়া হয় জগদ্দল পুলিশের হাতে।
জানা গেছে,এটিএমের টাকা লুট করার পরেই গাড়ি চালক রাজ হালদার তার বন্ধু তন্ময় দে-র সঙ্গে গা ঢাকা দিয়েছিল। আর তন্ময়ের স্ত্রী হল পৌলমী দে। তন্ময়ের বাড়ি তল্লাশি টাকা উদ্ধার হয়। সূত্রের খবর, গাড়ি চালক রাজ হালদার বিহারে গিয়ে গা ঢাকা দিয়েছে। তার খোঁজে ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশের দুটি টিম এখন বিহারে তল্লাশি চালাচ্ছে।