অবতক খবর,২৪ ফেব্রুয়ারী,সংকল্প দে: ইলামবাজারের রামনগরের জনসভা থেকে জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি রবিবার এই জনসভা থেকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো অঞ্চল নেতৃত্বের তরফে ৩৫০ গ্রাম ওজনের রুপোর তীর ধনুক।

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন,ইলামবাজারে মোট ৩০ টি বুথ। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা শাসককে অনুরোধ রাখবো ইলামবাজারে জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েত তৈরি করা হবে।

১৫ টি করে মোট ৩০ টি বুথ দুটি পঞ্চায়েতে ভাগ করা হবে। এতে জঙ্গলমহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে। যদিও অনুব্রত মণ্ডল রুপোর তীর ধনুক নিয়ে কোন মন্তব্য করতে চাননি। তিনি বলেন,এটি আদিবাসীদের প্রতীক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ।