অবতক খবর,১১ আগস্ট: এর আগেও বেশ কয়েকবার বাংলায় টুইট করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আজ ফের বাংলার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে, তাঁকে শ্রদ্ধা জানাতে বাংলাতেই ট্যুইট করলেন তিনি।
অমিত শাহ লেখেন,”যখন ‘বন্দে মাতরম্’ ধ্বনিও রাজদ্রোহের সামিল ছিল, তখন তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর সাহস ও দেশপ্রেম বৃটিশ শাসনের শিকড় নাড়িয়ে দিয়েছিল। ভয় পেয়ে অল্প বয়সেই ব্রিটিশরা তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। দেশের জন্য তাঁর ত্যাগ, নিষ্ঠা ও বলিদান প্রশংসনীয়। এমন অমর শহিদকে শত কোটি প্রণাম।”