মলয় দে :: অবতক খবর :: নদীয়া :: লাদাখে ভারত চীন সীমান্তে চীনা হানাদারদের আক্রমণে শহীদ হয় ২০ জন বীর জওয়ান। এই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ১২ ঘন্টা উপবাসে বসলো নদীয়া শান্তিসেবা কল্যাণ সমিতির ৫০ জন সদস্য।
রানাঘাট কামারপাড়ায় এই সংগঠনের সদস্যরা প্যান্ডেল বেঁধে এই নির্জলা উপবাস কর্মসূচিতে অংশনেয়। বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
নদীয়া শান্তিসেবা কল্যাণ সমিতির কর্ণধার রাকেশ আলী জানান শহীদদের এই মৃত্যু মর্মান্তিক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা নির্জলা উপবাসে থাকবেন।