সেই বুড়িটা– গান্ধীবুড়ির জন্মদিন আজ

বুড়িটা
তমাল সাহা

সেই বুড়িটার জন্মদিন আজ।
বুড়িটা সোচ্চারে তুলেছিল আওয়াজ–
ব্রিটিশ, তুমি ভারত ছাড়ো!

বুড়িটার কপালে লেগেছিল গুলি
হাত লেগেছিল গুলি
জাতীয় পতাকাটি হাত থেকে
পড়তে পড়তেও যায়নি পড়ে
বুড়িটা হাতে ছিল শক্ত করে ধরে
মেদিনীপুরের মেদিনীতে বয়ে যায় রক্তধারা
বুড়িটা মাতিয়ে দিয়েছিল ভারত পাড়া।

সেই বুড়িটার নাম মাতঙ্গিনী–
গান্ধী বুড়ি-রণরঙ্গিনী
আজও হেঁটে চলে
হাতে নিয়ে জাতীয় পতাকা।
এসব নারী মা হয়ে রাত গভীরে
স্বপ্নে দেয় দেখা।