অবতক খবর,৭ ডিসেম্বরঃ নিজেদের অব্যবহৃত জমি ব্যবহার করে আয় বাড়ানোর লক্ষ নিয়ে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে দুটি জমি পরিদর্শন করল জেলাপরিষদের এক প্রতিনিধিদল। এদিন দুপুরে উত্তর দিনাজপুর জেলাপরিষদের এ ডি এস শেখর সেরপা,জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ এবং সদস্য দধিমোহন দেবশর্মা ও ভূমি সংস্কার দপ্তরের আমিন সমেত এই প্রতিনিধিদল প্রথমে মা বয়রা কালীমন্দির সংলগ্ন জমি পরিদর্শন করে। এই জমির উপর এক সময়ে আবাসন এবং জেলাপরিষদের দাতব্য চিকিৎসালয় ছিল। পরবর্তীতে আবাসনের একটি ঘর ভাড়ায় নিয়ে সরকারি বাসের টিকিট কাউন্টার চালু করেছিল এনবিএসটিসি। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আবাসনের ভবন সমেত জেলাপরিষদের এই মূল্যবান জমি পড়ে আছে।
কালীবাড়ির পর ডাকবাংলো রোডের উপর জেলাপরিষদ মার্কেট কমপ্লেক্সের একাংশে অব্যবহৃত মাছ বাজার চত্বর পরিদর্শন করে এই প্রতিনিধিদল। জেলাপরিষদের কো-মেন্টর অসীম ঘোষ জানান, জেলার বিভিন্ন এলাকায় জেলাপরিষদের অনেক জমি পড়ে আছে। এই সমস্ত অব্যবহৃত জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। জেলাপরিষদের এই জমিগুলো কাজে লাগিয়ে আয় বাড়ানোর পরিকল্পনা চলছে। কালিয়াগঞ্জ শহরের বয়রা কালীমন্দির সংলগ্ন যে জমি আছে। সেখানে বেকার যুবকদের কর্মসংস্হানের জন্য নিচে মার্কেট কমপ্লেক্স এবং উপরে অনুষ্ঠান ভবন সহ লজ গড়ার ভাবনাচিন্তা করা হয়েছে। এদিন কালিয়াগঞ্জে জেলাপরিষদের দুটি জমি পরিদর্শন করে তার হাল হকিকত খতিয়ে দেখা হল।