অবতক খবর,সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর :- অতিমারির দাপটে শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পূজোর আয়োজনে কাটছাঁট।পূজো হবে।কিন্তু থিম নয়, সাবেকি।সংক্রমণের ভয়ে প্রশাসনিক নির্দেশকা কে মেনে ও সমস্তরকম সাবধানতা অবলম্বন করেই পূজোর আয়োজন করেছে , পূজো উদ্যোক্তারা। অন্যান্য বছরের মতো এবছর আর পূজোতে ঐতিহ্য,আড়ম্বর লক্ষ্য করা যাবে না। ফলে পূজার সংখ্যা কমার সাথে সাথে জৌলুস কমেছে , শিল্প তালুকের পূজোতে।জোর দেওয়া হয়েছে নানা সামাজিক ও সমাজ সেবা মূলক কাজে।
কোথাও সংবর্ধনা দেওয়া হবে করোনা জয়ীদের,কোথাও আবার মাস্ক,স্যানিটাইজার বিতরণ করা হবে। তবে প্রত্যেক বছর পূজোর আগে পুলিশ প্রশাসন থেকে “বিশ্বকর্মা পূজো গাইড লাইন” প্রকাশ করা হত। কিন্তু এবার করোনার জেরে তা আর প্রকাশ করা হয়নি।বরং সমস্ত নির্দেশিকা ও বিধি নিষেধ মেনে পূজোর আয়োজন করতে বলা হয়েছে।এর পাশাপাশি প্রত্যেক শিল্প সংস্থা কে মন্ডপের সামনে ভিড় এড়িয়ে চলার ও প্রতিমা দর্শণের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করতে নির্দেশ দেওয়া হয়েছে।শিল্প নগরীর প্রানের উৎসবে এবার পথের কাঁটা হয়ে দাঁড়ালো করোনা।যার জেরে বাজেট কমেছে,জাঁকজমকপূর্ণ জৌলুস হারিয়েছে, হলদিয়ার বিশ্বকর্মা পূজা। বুধবার হলদিয়ার হিন্দুস্থান পেট্রোকেমিক্যাল এর পুজোর উদ্বোধন করেন , মাননীয় পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।