অবতক খবর, জলপাইগুড়ি, ০৬ আগস্ট : বুধবার গভীর রাতে নাগরাকাটার সুখানী বস্তি এলাকার হাজারি লাইনে একটি বুনো হাতির হামলায় ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে দুইটি বাড়ি। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেড়িয়ে এসে হাজারি লাইনে ঢুকে পড়ে। সেই সময় এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তাই প্রথমে কেউই হাতির উপস্থিতি টের পায়নি। প্রথমে অনিতা বড়াইকের বাড়ি ভাঙ্গা শুরু করলে সকলেই হাতির উপস্থিতি টের পেয়ে যায়।
সেই মূহুর্তে অনিতা দেবী বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা হাতিটিকে তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ভয়ে সকলেই এলাকা থেকে সরে পড়ে। সেই সুযোগে হাতিটি অনিতা দেবীর সাথেই পাশেই রুপন্তি ওঁরাও এর বাড়িও ভেঙ্গে দেয়। সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে রুপন্তি ওঁরাও এর বাড়ি। প্রায় দুইঘন্টা তান্ডব চালিয়ে রাত দুটো নাগাদ হাতিটি ফের জলঢাকা জঙ্গলে ঢুকে পড়ে।