অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া  ::  বাগনানে বুলেট বিদ্ধ বিজেপি নেতার মৃত্যু কলকাতা এনআরএস হাসপাতালে। গত অষ্টমীর রাতে গ্রামীন হাওড়ার বাগনানের চন্দনাপাড়া গ্রামে কিংকর মাঝি নামে ওই বিজেপি নেতাকে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। বাগনান এর 5 নম্বর মণ্ডলের সহ-সভাপতি কিংকরবাবু ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। গুলি লাগে তার পেটে। স্থাযীয় মানুষের উদ্যোগে আহত অবস্থায় প্রথমে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে এবং পরে এনআরএস হাসপাতালে রেফার করা হয় ।

 

এনআরএস হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে অস্ত্র পচারও হয় তার। বার করা হয় গুলি। কিন্তু আজ সকালে তার মৃত্যু হয়। এদিকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে নুনটিয়ার রাস্তা অবরোধ করে। ঘটনার দিন বিজেপি কর্মীদের অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালায় বিজেপি নেতাকে লক্ষ্য করে। যদিও সেইদিনই সেই অভিযোগ অস্বীকার করে গ্রামীন হাওড়া তৃণমূল। জমি সংক্রান্ত বিবাদে মৃত্যু বলে দাবি করে তারা।

এদিকে এই অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া গ্রামীনের বিরাট পুলিশ বাহিনী এবং রাফ। এলাকায় অশান্তি থামানোর চেষ্টা চালাচ্ছেন তারা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ও দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যাবস্থা নেওয়ার দাবিতে আগামীকাল ১২ ঘন্টার বাগনান বন্ধের ডাক দিয়েছে হাওড়া গ্রামীন বিজেপি। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর কিংকরবাবুর মৃত্যুর পর জানা যায় তার করোনা রিপোর্ট পজিটিভ। অর্থাৎ করোনা আক্রান্ত ছিলেন তিনি।