অবতক খবর,৩১ জুলাই: স্বেচ্ছাসেবী সংস্থা দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় দিল্লির রোকলেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের কোম্পানির সহযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আগামী এক বছরের জন্য বৃক্ষরোপণ ও বৃক্ষ পালন কর্মসূচির শুভ সুচনা করা হল আজকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
এই কর্মসূচির আরম্ভ করেন বিশিষ্ট পরিবেশবিদ ও বর্ষীয়ান সাংবাদিক শ্রী সুবল গোপ এবং হাপটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি আবিনা টুডু,স্থানীয় কাচাকালি পুলিশ ফাঁড়ির এ এস আই শ্রী রাজেন্দ্র নাথ বর্মন এবং নাবাদিশার কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী আনিসুর রহমান প্রমুখ। বিশ্ব মহামারী করোনার এই সময়ে অক্সিজেনের অভাব দূর করতে আগামী এক বছরে প্রায় ২,৫০০ গাছ রোপন সহ পালন করার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উত্তরবঙ্গ বাসী।