অবতক খবর,৩১ মে: বৃষ্টিতে ভেঙে পড়ল ঐতিহাসিক দিল্লী জামা মসজিদের মিনার ! সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির ও ব্যাপক ঝড়ের কারণে বিখ্যাত এই মসজিদের চূড়ার একটি অংশ ভেঙে মাটিতে পরে গিয়েছে। অন্যান্য আরও বেশ কিছু ক্ষতি হয়েছে এই মসজিদের। জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানান, পাথরের আঘাতে দুই জন আহত হয়েছেন। বৃষ্টির ফলে পাথরগুলি আলগা হয়ে মসজিদের একটি মিনার ও অন্যান্য অংশ থেকে নিচে গড়িয়ে পড়ে যায়। গম্বুজের ২-৩টি টুকরো মাটিতে পড়ে আছে। অবিলম্বে সেগুলি না সরালে এর সামনের দেয়াল এবং মাঝখানের পুরো গম্বুজটি ক্ষতিগ্রস্ত হবে বলে জানান শাহি ইমাম।
দিল্লি ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা বলেন , ক্ষয়ক্ষতি পরিদর্শন ও মূল্যায়নের জন্য একটি দলকে জামা মসজিদে পাঠানো হয়েছে। সোমবার, জাতীয় রাজধানী দিল্লিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী বৃষ্টি হয়। টানা বর্ষণে রাস্তার অনেক জায়গায় জল জমে যায়। ফিরোজশাহ সড়কে ভেঙে পড়ে বহু গাছও। গাছ ভেঙে পড়ার কারণে দেখা দেয় প্রবল যানজট।
দিল্লিতে কাল বৃষ্টির পর এক ধাক্কায় তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রি কমে । এই তাপমাত্রা কমাতে খানিকটা হলেও স্বস্তিতে দিল্লিবাসী।