অবতক খবর,১২ এপ্রিল: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে গ্রেপ্তার ২। কাঁথি থেকে ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা এনআইএ। তাদের নাম, মুসাভির শাজিব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদ।
এনআইএ সূত্রের খবর, বিস্ফোরণের পর তারা বাংলায় এসে আত্মগোপন করেছিল। ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে দশ জন আহত হন। ঘটনার পরেই ওই ক্যাফের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক ক্যাফের ভেতরে একটি ব্যাগ রেখে আসে, ঘন্টাখানেক পর তা থেকেই ঘটে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণ কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে আগেই আটক করা হয়েছিল। খোঁজ চলছিল সন্দেহভাজন বাকি দুজনের। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ করেছে NIA।