অবতক খবর, নদীয়া : নদীয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সমগ্র শিক্ষা অভিযান নদীয়ার আয়োজনে গত ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে নেচার স্টাডি এন্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প। নদীয়া জেলার বেথুয়াডহরি অভয়ারণ্যে চলবে ২৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। এই প্রোগ্রামের অনুশীলন করাচ্ছেন যদু গোপাল রায় অন অ্যাস্ট্রোনমি অ্যাভেঞ্জার স্পোর্টস এন্ড ট্যুরিজম গ্রুপ ।
সমগ্র শিক্ষা অভিযান, নদীয়ার তরফ থেকে এক্সপোজার ভিজিট ২০১৯ এর জন্য জেলার প্রতিটি সিএলঅারসিতে নির্দিষ্ট কিছু বিদ্যালয়ের নাম পাঠিয়ে দেওয়া হয়। সপ্তম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান কলেজ, বিশ্ববিদ্যালয় অভয়ারণ্য সহ বিভিন্ন শিক্ষামূলক স্থান দেখানোর কথা বলা হয় । প্রতিটি বিদ্যালয় থেকে ১২০ জন এবং প্রতিটি শ্রেণিকক্ষ থেকে ৩০জন করে নেওয়া নিয়ে ক্যাম্পে পাঠানোর কথা বলা হয় । ক্যাম্পে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী পিছু নির্দিষ্ট অর্থের যোগান দেবে সরকার । প্রকৃতির সাথে মিলে মিশে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে এক অনন্য নজির সৃষ্টি করলো সমগ্র শিক্ষা অভিযান ।