অবতক খবর , সংবাদদাতা :: মুর্শিদাবাদের বেলডাঙা 2 নম্বর পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাল কয়েকশো পরিযায়ী শ্রমিক। লকডাউন এ বাইরে থেকে মুর্শিদাবাদ জেলায় বহু শ্রমিক ফিরে আসে। রাজ্য সরকারের তরফ থেকে তাদের কাজ দেয়ার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু দাদপুর পঞ্চায়েত অফিসে পরিষদের বিক্ষোভে তাদের বক্তব্য কি অন্য্। তাদের দাবি আজ তারা কাজ পাচ্ছেনা , তাদের খাবার নাই, কি করে সংসার চালাবে বুঝে উঠতে পারছেন না।
অন্য্ দিকে জেলা সভাপতি আবু তাহের খান জানান যে মুর্শিদাবাদে শুধু বাহিরের রাজ্য থেকে ফায়ার এসেছেন ২.৫ লক্ষ পরিযায়ী শ্রমিক। তাদের কাজের ব্যবস্থা করছেন তারা। তিনি জানান যে ইতি মধ্যে ১.৫ লক্ষ শ্রমিকদের জন্য বিভিন্য কর্মসূচি গ্রহণ করে কাজ দেয়া সম্ভব হয়েছে। আরো ১ লক্ষ শ্রমিকদের জন্য নতুন প্রকল্প গ্রহণ করে তাদের কাজে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।
তবে বিক্ষোভকারি শ্রমিকরা জানান যে কাগজ কলমে সুধু নিজেদের লোকক কাজ দিচ্ছে তৃণমূলীরা। বাস্তবে কাজ পাওয়া যাচ্ছেনা। সেই কারণেই তারা আজ বিক্ষোভের পথ অবলম্বন করেছেন তার ।