অবতক খবর,  মুর্শিদাবাদ : বেলা বারোটা বাজলেও দেখা নেই শিক্ষকদের। ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা।বাংগাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে স্কুলে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিদ্যালয় পরিদর্শক। তিনি বলেন ঘটনার তদন্ত করে দেখা হবে।

এককরি ঘোষ নামে এক অভিভাবক অভিযোগ করেন, তিনি সকাল দশটা থেকে স্কুলে ছিলেন কিন্তু দেখা মেলেনি কোনো শিক্ষকের।সাড়ে এগারোটার সময়  দুজন শিক্ষক এসে পৌঁছায়।স্কুলে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকার হারও কম শিক্ষকেরা ঠিক সময়ে না আসার কারণে। ।শিক্ষকদের গাফিলতির জন্য স্কুলের এই পরিস্থিতি  বলে দাবি অভিভাবকদের।