অবতক খবর, সত্যজীত দুবে, হাওড়া :: সুদূর আমেরিকা থেকে কলকাতার বেলুড়মঠে ঘুরতে আসা গুজরাটের আমেদাবাদের বাসিন্দা পঞ্চাশোর্ধ ইলা ভোড়া । তার মানি পার্স খোয়া যায় । তাতে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল । তার দাবি ব্যাগে পাসপোর্ট, ভিসা বেশকিছু ক্রেডিট এবং ডেবিট কার্ড ও নগদ তিন হাজার টাকা ছিল। প্রসঙ্গত মুল মন্দিরে ঠাকুরের আরতি দর্শন করার পর উনি দানপত্রে কিছু টাকা দান করেন( প্রণামী হিসাবে) এবং তারপর ওয়াশরুমে যান সেখানে টিকিট কাটতে গিয়ে ব্যাগ থেকে মানি পার্স বের করতে গেলে দেখেন সেটা উধাও । তার পরে তিনি বেলুরমঠ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন । স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ।
বেলুরমঠ কর্তৃপক্ষ ও বালি থানার তত্ত্বাবধানে সিসিটিভি ফুটেজ দেখে তিন মহিলাকে আটক করা হয় । তার হারিয়ে যাওয়া মানিপার্সটা উদ্ধার করা হয়। স্বাভাবিকভাবেই কিছুটা মনে কষ্ট থাকলেও কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকায় খুবই খুশি। তিনি এও জানান সারা পৃথিবীর বুকে বেলুরমঠ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে বলে আলোচিত। এই স্থানে এইরকম ঘটনা কখনোই কাম্য নয়। তিনি আরও জানান যে বা যারা এই কাজ করে তাদের এই কাজ থেকে বিরত থাকা খুবই জরুরী। আগামী দিনে যেন তারা এই ব্যাপারে যত্নবান হন না হলে তাদেরকেই এই অন্যায়ের বোঝা বইতে ।