অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : ফের করোনার থাবা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে। এক সঙ্গে কোরোনা পজিটিভ ৩০ জন সন্ন্যাসী ও আশ্রমিক। তাদের প্রত্যেককেই চিকিৎসার জন্য আইসলেশনে রাখা হয়েছে বলে বেলুড় মঠ সূত্রে খবর।
পাশাপাশি আরও জানা গিয়েছে যে, দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তাদের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে। রিপোর্ট মেলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বেলুড় মঠ থেকে। কারণ অন্যান্য সন্ন্যাসীদের এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচাতে।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রায় ৬০০ জন মঠ বাসিন্দার দ্রুত টেস্ট করা হয়। কারণ কিছুদিন আগেই দুই সন্ন্যাসীর কোরোনা ধরা পড়েছিল। যদিও ইতিমধ্যেই তারা সম্পুর্ন সুস্থ। এরপরই এই টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেই এই ত্রিশ জন সন্ন্যাসী ও আবাসিক এর শরীরে মেলে ভাইরাস।
প্রসঙ্গত করোনা অবহের মধ্যেই নির্ধারিত বিধি নিষেধ পালন করেই বেলুড় মঠ খোলা হয়েছিল সাম্প্রতিক অতীতে। ভক্তদের আনাগোনাও শুরু হয়েছিল। কিন্তু সংক্রমণ জনিত সমস্যার মধ্যে দাঁড়িয়ে কিছুদিন আগেই বেলুড় মঠ পুনরায় বন্ধ করে দেওয়ার কথা জানান মঠ কর্তৃপক্ষ।