উৎপল রায় :: অবতক খবর :: জলপাইগুড়ি :: যেখানে আজ COVID 19 শব্দ টি এখন বিশ্বের কাছে ত্রাস । সকল মানুষ যেখানে মৃত্যু ভয়ে ভীত তখনও নিজের জীবনের বাজি রেখে যারা সমাজের সামনে থেকে লড়ছেন তারা হলেন আমাদের চোখের সামনে সাক্ষাৎ ভগবান যার নাম “ডাক্তার”। তাদের এই নিরলস প্রচেষ্টা কে সন্মান জানিয়ে হোয়াইট ঈগলস এবং রোট্রাক্ট ক্লাব অফ ব্যারাকপুর এর মিলিত উদ্যোগে ১০০টি PPEs অর্থাৎ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টস বেলেঘাটা আই ডি তে প্রদান করা হলো ।
এই ব্যাপারে , হোয়াইট ঈগলস এর অন্যতম সদস্য সন্দীপ জোয়ার্দার বলেন যে, “সত্যি কথা বলতে আমরা হলাম একটা মাধ্যম , সমাজের সেবামূলক কাজ করে যাওয়া টা আমাদের ধ্যান এবং জ্ঞান। সমাজের এত বড় বিপদের দিনেও যেভাবে ডাক্তার নামক ভগবানরা নিজেদের প্রাণ, পরিবার এর তোয়াক্কা না করে আমার আপনার মতন সাধারণ মানুষের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে দিন রাত এক করে কাজ করে চলেছেন, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রজেক্ট ‘Life Jacket’। ওনাদের কে আমাদের স্যালুট জানাই এবং সাথে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ধন্যবাদ জানাই, হোয়াইট ঈগলস এবং রোট্রাক্ট ক্লাব অফ ব্যারাকপুর এর এনটেয়ার টীম কেও ।